শনিবার ১৪ মে ২০২২ - ০৬:১৬
ইমাম মুসা কাযিম (আঃ)

হাওজা / ইমাম মুসা কাযিম (আঃ) বলেন, পৃথিবীর উদাহরণ হল সেই সাপের মত, যার চেহারা নরম ও কোমল কিন্তু ভিতরে বিষে ভরপুর।

হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী নাজাফী

পৃথিবী সাপের মত।

مَثَلُ الدّنیا مَثَلُ الْحَیةِ، مَسُّها لَینٌ وَ فی جَوْفِهَا السَّمُّ الْقاتِلِ، یحْذَرُهَاالرِّجالُ ذَوِی الْعُقُولِ وَ یهْوی اِلَیهَا الصِّبْیانُ بِأیدیهِمْ

"পৃথিবীর উদাহরণ হল সেই সাপের মত, যার চেহারা নরম ও কোমল কিন্তু ভিতরে বিষে ভরপুর। জ্ঞানী লোকেরা তার থেকে দূরে থাকে এবং শিশুরা তার দিকে আকৃষ্ট হয়ে ক্ষতিগ্রস্থ হয়।"

তোহাফুল উক্বুল পৃষ্ঠা ২৯২..

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha